বাংলা টাইপিং জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বাংলা টাইপিং এর জন্য অভ্র এবং বিজয় বায়ান্নো দুইটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার । এদের মধ্যে বিজয় বায়ান্নো শেখাটা একটু কঠিন কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে বিজয় বায়ান্নো সবথেকে বেস্ট । বিজয় বায়ান্নো দিয়ে লেখা প্রিন্ট করলে ভালো আসে কিন্তু অভ্র দিয়ে ভালো আসে না আর এর জন্য বিজয় বায়ান্নো শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ।
Contact Us
আপনি যদি আমাদের সাথে আপনার নোট শেয়ার করতে চান, অথবা অন্য কোন সমস্যা থাকলে আপনি এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।